BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০০
আজকের সর্বশেষ সবখবর

নিরীহ বিড়ালকে আগুনে পুড়িয়ে নির্মম নির্যাতন, মানবতার চরম অবক্ষয়


নভেম্বর ৩০, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাহমুদ হোসেন খান:: সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক হৃদয়বিদারক ভিডিও দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায়, একদল ব্যক্তি একটি নিরীহ, অসহায় বিড়ালকে আগুনের শিখা ব্যবহার করে আতঙ্কিত করছে এবং ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার চেষ্টা করছে। বিড়ালটি জীবন বাঁচানোর জন্য ছটফট করলেও দুর্বৃত্তরা থামেনি। ঘটনাটি দেখে নেটিজেনদের পাশাপাশি প্রাণীপ্রেমীরাও গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, ঘটনাটি সম্প্রতি একটি গ্রামীণ এলাকায় ঘটেছে বলে অনুমান করা হচ্ছে, যদিও ভিডিওতে কোনো নির্দিষ্ট লোকেশন স্পষ্টভাবে দেখা যায়নি। যে ব্যক্তি বা ব্যক্তিরা এই কাজটি করেছে, তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকে মন্তব্য করছেন, এই ধরনের নিষ্ঠুরতা কেবল ব্যক্তিগত বর্বরতাই নয়—এটি পুরো সমাজের মানবিক মূল্যবোধের ওপর আঘাত।

প্রাণীকল্যাণ কর্মীরা জানান, বাংলাদেশের প্রাণীকল্যাণ আইন ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীর প্রতি শারীরিক নির্যাতন, মানসিক যন্ত্রণা দেওয়া, আঘাত করা বা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করা স্পষ্টতই দণ্ডনীয় অপরাধ। এই আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছে, “এ ধরনের আচরণ কেবল নিষ্ঠুর নয়, এটি সমাজের জন্যও হুমকি। প্রাণীর প্রতি সহানুভূতি না থাকা মানুষ পরবর্তীতে আরও বড় ধরনের সহিংসতার দিকে ঝুঁকতে পারে।” তারা আরও জানান, ভিডিওতে থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এমন অমানবিক কাজ করার সাহস না পায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ কঠোর শব্দে নিন্দা জানিয়ে লিখেছেন, “একটি প্রাণহীন আত্মার ওপর এমন নির্যাতন মানবতার জন্য কলঙ্ক,” আবার কেউ লিখেছেন, “এই নৃশংসতার বিচার হওয়া দরকার যাতে অন্যরা শিক্ষা পায়।”

অনেকেই দাবি করছেন, বাংলাদেশে প্রাণী নির্যাতনের অপরাধীরা শাস্তির মুখোমুখি হয় না। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তারা।

এ ঘটনার পর এলাকাবাসী ও সচেতন নাগরিকরা সংশ্লিষ্ট প্রশাসনকে ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে ভবিষ্যতে প্রাণী নির্যাতনের মতো নৃশংসতা কমে আসবে এবং মানুষ প্রাণীর প্রতি আরও দায়িত্বশীল ও করুণাময় আচরণ শেখাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।