সিলেটমঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা চষে বেড়াচ্ছেন মাঠ!


অক্টোবর ২৮, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা জুড়ে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় তারা এখন ভোটার, কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়,গণসংযোগ, উঠান বৈঠক, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড-সব খানেই তাদের উপস্থিতি চোখে পড়ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেটের ছয়টি সংসদীয় আসনে অন্তত দুই ডজন খানেক নেতার নাম মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে। কেউ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়, আবার কেউ নতুন ভাবে মাঠে নামছেন দলীয় পরিচয় ও জনপ্রিয়তা বাড়াতে।

বিএনপির স্থানীয় নেতারা জানান, কেন্দ্র থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না এলেও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছেন। এতে সংগঠনের তৃণমূলেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

তৃণমূলের এক নেতা বলেন, “যে-ই মনোনয়ন পান না কেন, আমরা চাই সিলেটে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন মোকাবিলা করুক।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাঠে এই সক্রিয়তা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনছে। তবে শেষ পর্যন্ত কারা দলীয় টিকিট পাবেন, তা নির্ভর করবে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। ফলে সিলেটের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—কে পাচ্ছেন সিলেট জেলার ৬টি আসনের বিএনপির টিকিট?

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।