সিলেটসোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৯
আজকের সর্বশেষ সবখবর

আমি নোবেল পুরস্কার না পেলে যুক্তরাষ্ট্রের ‘অপমান’ হবে : ট্রাম্প


অক্টোবর ১, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

এএফপি : নাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি যদি নোবেল শান্তি পুরস্কার না পান তবে সেটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘অপমান’ হবে। তিনি দাবি করেছেন, একাধিক যুদ্ধ সমাধানে তার ভূমিকার কারণে এ পুরস্কার পাওয়া উচিত।

দীর্ঘদিন ধরেই ট্রাম্প পুরস্কারটির জন্য আগ্রহ প্রকাশ করে আসছেন। এ বছর ১০ অক্টোবর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

গাজা যুদ্ধের অবসানে সোমবার একটি শান্তি পরিকল্পনা উন্মোচনের পরদিনই তিনি আবারও নিজের পক্ষে যুক্তি তুলে ধরেন।

শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের সামনে বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি কি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। তারা সেটা দিয়ে দেবে এমন একজনকে, যে আসলে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বড় অপমান হবে, আমি আপনাদের বলছি।

আমি সেটা নিজের জন্য চাই না, আমি চাই দেশ সেটা পাক। এটাই পাওয়া উচিত, কারণ এমন কিছু আগে কখনো ঘটেনি।’ডেমোক্র্যাট বারাক ওবামা ২০০৯ সালে পুরস্কারটি পেয়েছিলেন, এ কারণে রিপাবলিকান ট্রাম্প সব সময় বিরক্তি প্রকাশ করেছেন।

ট্রাম্প মঙ্গলবারের বক্তৃতায় পুনরায় দাবি করেন, জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর তিনি সাতটি যুদ্ধ সমাধান করেছেন।

তিনি বলেন, যদি সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উন্মোচিত গাজা পরিকল্পনাটি কার্যকর হয়, তবে ‘আমাদের হবে আটটি যুদ্ধ, আট মাসে আটটি। খারাপ নয়।’
হামাস এখনো এই প্রস্তাবের কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে ট্রাম্প এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বলেই মনে করছেন অসলোভিত্তিক বিশেষজ্ঞরা। ‘এটি সম্পূর্ণ অকল্পনীয়,’ বলেন ইতিহাসবিদ ওইভিন্ড স্টেনারসেন, যিনি নোবেল শান্তি পুরস্কার নিয়ে গবেষণা ও বই লিখেছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটিও জানিয়েছে, ট্রাম্পের প্রচারণা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না। কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এএফপিকে বলেন, ‘অবশ্যই আমরা লক্ষ করি যে নির্দিষ্ট কিছু প্রার্থীর দিকে গণমাধ্যমের অনেক মনোযোগ থাকে। কিন্তু সেটির কোনো প্রভাব কমিটির ভেতরের আলোচনায় পড়ে না।’

ট্রাম্প প্রশাসন সম্প্রতি যে সাতটি যুদ্ধ তিনি সমাপ্ত করেছেন বলে দাবি করেছে, সেগুলো হলো— কম্বোডিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র-রুয়ান্ডা, পাকিস্তান-ভারত, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া এবং আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে।

তবে এসব দাবির অনেকগুলোই আংশিক বা অসঠিক বলে মনে করছেন বিশ্লেষকরা। যেমন, পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধবিরতি ঘোষণার কৃতিত্ব ট্রাম্প দ্রুত নিজের নামে নিয়েছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।