সিলেটবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২
আজকের সর্বশেষ সবখবর

পরাজিত শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: খান জামাল


সেপ্টেম্বর ৮, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা সোমবার রাতে ইউনিয়ন পরিষদের হলরুমে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরোয়ার রেজা, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এ এইচ এম খলিল,দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, দিহান আহমদ হারুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন লকুস, আহবায়ক কমিটির সদস্য রাসেল আহমদ, হারুন মিয়া, এনামুল হক প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন পরাজিত শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে, উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা ফিরে পেতে হলে বিএনপি ও ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলেই সব অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে সাম্য ও মানবিক রাষ্ট্রে পরিনত করা সম্ভব হবে।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন একটি দল বেহেস্তের টিকেট বিক্রি করে বেড়াচ্ছে অথচ তারা নিজেরাই মোনাফেক। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।