সিলেটসোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মহিলা আ.লীগ নেত্রী আফরুজা সুলতানা শিমুর বাড়িতে অগ্নিসংযোগ


মে ৯, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি::– সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফরুজা সুলতানা শিমুর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে বিএনপি-জামাত শিবিরের নেতাকর্মীরা। মুহূর্তের মধ্যে লুটপাট আর আগুনে ভস্মীভূত হয়ে যায় তাঁর পরিবারের আশ্রয়স্থল।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দক্ষিণ সুরমার বরই কান্দি গাঞ্জু এলাকার ২ নম্বর রোডের ৯ নম্বর বাসায় এ ভয়াবহ ঘটনাটি ঘটে।

চোখের সামনে ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানান—দলীয় স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে আসে দুর্বৃত্তরা। প্রথমে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর আফরুজা সুলতানা শিমুর ঘরের তালা ভেঙে ঢুকে সব মূল্যবান মালামাল লুটে নেয়। সর্বশেষ, পরিবারের স্মৃতি-বোঝাই সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি, আসবাবপত্র। পরে ফায়ার সার্ভিস প্রতিনিধি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চারদিক জুড়ে ধোঁয়া আর চিৎকারের মধ্যে হতবিহ্বল হয়ে পড়েন প্রতিবেশীরা। এ ঘটনার পর এলাকায় নেমে আসে শোক ও ক্ষোভের কালো ছায়া। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছেন, “এটি শুধু হামলা নয়, মানুষের বেঁচে থাকার স্বপ্নকেই পুড়িয়ে ফেলার নীলনকশা।”

তবে ঘটনাস্থলে এখনো প্রশাসনের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।