BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২
আজকের সর্বশেষ সবখবর

পিএসএলে লিটনদের অধিনায়ক ওয়ার্নার


মার্চ ২৫, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে করাচি কিংসকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এই দলেই খেলবেন বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল ও নেতৃত্বের গুণাগুণ এবং অভিজ্ঞতা থাকায় গতকাল সোমবার ওয়ার্নারকে অধিনায়ক ঘোষণা করেছে করাচি।

করাচি মালিক সালমান ইকবাল ওয়ার্নারের নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা ডেভিড ওয়ার্নারকে করাচি কিংস পরিবারের নতুন অধিনায়ক হিসেবে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। একজন নেতা ও ম্যাচ-জয়ী খেলোয়াড় হিসেবে তার রেকর্ড আমাদের পিএসএল-১০ এর লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে যায়।’

গেল মৌসুমে করাচির অধিনায়ক ছিলেন শান মাসুদ। তিনি দলকে অনেকটা গুছিয়ে দিয়েছেন। যে কারণে সামনের দিকে করাচি আরও ভালো করবে এবং শান মাসুদও দলের অন্যতম প্রধান তারকা হয়ে থাকবেন বলে প্রত্যাশা মালিক সালমানের।

সালমান ইকবাল বলেন, ‘আমরা শান মাসুদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য, যা তিনি গত মৌসুমে দিয়েছেন। তার প্রচেষ্টা একটি শক্তিশালী ভিত্তি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমরা তাকে স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখতে আগ্রহী।’

পিএসএলের দশম আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল, ফাইনাল ১৮ মে।

করাচি এ আসরে লিটনকে কিনেছে সিলভার ক্যাটাগরি থেকে। তবে টুর্নামেন্টের পুরো সময় ধরে লিটনকে পাবে না পিএসএল। ডানহাতি এ ব্যাটারকে না পাওয়ার কারণ এপ্রিল-মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ২০ এপ্রিল। শেষ টেস্ট ২৮ এপ্রিল থেকে ২ মে। জাতীয় দলের পালন করতেই পিএসএলের কিছু ম্যাচ মিস করবেন লিটন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।