BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের দুই ব্র্যান্ড শপকে ৬০ হাজার টাকা জরিমানা


মার্চ ২০, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের অভিজাত কাপড়ের ব্র্যান্ড শপ ইনফিনিটি মেগা মল এবং ফেবুলাস মেগা মলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় বিভিন্ন পোশাকে ম্যানুফ্যাকচারিং তারিখ না থাকায় ইনফিনিটি মেগা মলকে ৩০ হাজার টাকা এবং বিদেশি পোশাক বিক্রির ক্ষেত্রে আমদানি রশিদ না থাকায় ফেবুলাস মেগা মলকে ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে সিলেট জেলা ও বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে মহানগরের বেশ কিছু ব্র্যান্ড শপে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা গণমাধ্যমকে জানান, দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তাদের সচেতন করা হয়েছে। রমজানকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা কোন সুযোগ নিতে না পারে সেজন্য আমরা তৎপর রয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।