BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

লুঙ্গি পরে যে বার্তা দিলেন বুবলী


মার্চ ১৯, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ঈদে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলীর ‘জংলি’। এবারের ঈদে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। এরই মধ্যে ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর প্রচারণা শুরু করে দিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই ‘জংলি’ টিম।

প্রচারণায় অংশ নিয়েছেন বুবলী নিজেও।
মঙ্গলবার (১৮ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে লুঙ্গি পরে হাজির হয়ে সিনেমার প্রোমোশন করেছেন এ অভিনেত্রী। শবনম বুবলী লুঙ্গি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় বসে, দাঁড়িয়েসহ বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে তাকে।

আর ক্যাপশনে লিখেছেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?”

এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। এমন ব্যতিক্রম প্রচারণা দারুণ উপভোগ করছেন তারা। কেউ বলছেন, হয়তো কোনো সাহসী চরিত্রে দেখা যাবে এ নায়িকাকে। এ কারণে পোশাকের ধরনও এমন থাকবে সিনেমায়।

আজাদ খানের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। এর চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বহুল পরিচিত সুরকার প্রিন্স মাহমুদ। সিনেমাটিতে সিয়াম-বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।