বিডিসিলেট ডেস্ক : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেছেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। যা মুসলমান ও কাফিরদের মধ্যে দ্বিতীয় হিজরী সনের ১৭ রামাদান তথা ৬২৪ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ বদর নামক স্থানে সংগঠিত হয়।
এ যুদ্ধ ছিল সত্যের পক্ষে, অন্যায়-যুলম ও অবৈধ আধিপত্যের বিরুদ্ধে। এ যুদ্ধে মুসলমানরা সংখ্যাধিক্যে কম হয়েও মক্কার কাফির পরাশক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের সূচনা করেন। এর মাধ্যমে সত্য-মিথ্যার পার্থক্য সূচিত হয়। এজন্য এ যুদ্ধকে সত্য-মিথ্যার পার্থক্যকারী বলা হয়। মহাগ্রন্থ আল কুরআনে এই দিনকে ‘ইয়াউমুল ফুরকান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের জন্য এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শিক্ষা বদর যুদ্ধ। প্রতিবছর দিনটি আমাদের মাঝে আসে ঈমানী চেতনা জাগিয়ে তুলতে। আমরা লক্ষ্য করি, বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ ছিল তাঁদের দৃঢ়পদ অবস্থান, একতা ও অবিচলতা। বদর যুদ্ধ সর্বযুগে মুসলিম জাতিকে প্রেরণা যুগিয়েছে এবং ভবিষ্যতেও আমাদের ঈমানি চেতনা যুগিয়ে যাবে।
১৬ মার্চ ‘২৫, রবিবার, সন্ধ্যায় উপজেলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা আয়োজিত “ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা সভাপতি শিপু আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, সিলেট পূর্ব জেলার সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, গোলাপগঞ্জ হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান, সিলেট পূর্ব জেলার সদস্য জায়েদ খান।
শাখা সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের স্বাগত বক্তব্যে সূচিত সেমিনার ও ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা সহ-সভাপতি আল-আমিন, প্রচার সম্পাদক সুয়েব আহমদ, সহ-প্রচার সম্পাদক রায়হানুল ইসলাম শিকদার, হাসান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, হাশিম আহমদ, সদস্য মামুন আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।
এছাড়াও শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও মাদ্রাসা শাখার দায়িত্বশীলবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।