BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

‘ওই কিরে, মধু মধু’, ভাইরাল বচনে মাতলেন রাজীব-মেহজাবীন


মার্চ ১৭, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমানে প্রায় সব বয়সী মানুষই কম-বেশি সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়ে থাকেন। প্ল্যাটফর্মটিতে বিভিন্ন সময় নানা ধরনের বক্তব্য, ছবি-ভিডি এবং সমসাময়িক ইস্যু আলোচনায় উঠে আসে। অনেক সময় কিছু বিষয় সমালোচনার মুখেও পড়ে। সেই ধারাবাহিকতায় এখন প্রায় সবার মুখে মুখে ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু মধু’ ধ্বনী।

সাম্প্রতিক এক তরমুজ ব্যবসায়ী ভাইরাল হয়েছেন। ওই ব্যবসায়ীর এই বচনগুলো নিয়েই মেতে উঠেছেন নেটিজেনরা। এবার সেই বিনোদনে অংশ নিলো শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত জুটি নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

কিছুদিন আগেই জাঁকজমক আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটিয়েছেন এই জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা বেশ আবেগমাখা ছিল। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নির্মাতা রাজীব। যা দেখে হাসির রোল পড়েছে ফেসবুকে।

ভিডিওতে দেখা গেছে, বিয়ের পোশাকে সেজে থাকা মেহজাবীনের মাথা থেকে ঘোমটা সরাচ্ছেন রাজীব। এ সময় দু’জনের চোখে-মুখে আনন্দ আর হাসি দেখা যায়। অভিনেত্রীর কপালে চুমু এঁকে দেন নির্মাতা। এ দৃশ্য দেখে আপ্লুত আশপাশের অতিথিরা।

এ ভিডিওটির ব্যাকগ্রাউন্ডেই জুড়ে দেয়া হয়েছে সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বচন— ‘আল্লাহ তুমি ইজ্জত রাইখো, ওই কিরে, মাশআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই কিরে।’ ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে নির্মাতা রাজীব লিখেছেন, ‘মাশআল্লাহ, মাশআল্লাহ।’

এদিকে ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বচনে তারকা জুটি রাজীব-মেহজাবীনের মেতে উঠা নিয়ে তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মজা নিয়েছেন। তবে তারা সবাই কেবলই হাস্যরসভাবে নিয়েছেন বিষয়টিকে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।