BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৩
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার ফুটপাথে অবৈধ দোকান উচ্ছেদ


মার্চ ১৩, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : চলমান মাহে রমজান ও ঈদকে সামনে রেখে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার সড়কে ফুটপাথে অবৈধ দোকান উচ্ছেদে যৌথভাবে নেমেছে জেলা প্রশাসন ও পৌরসভা। সড়কের উপর ও ফুটপাথে অবৈধ দোকান পরিচালনার অভিযোগে ভোক্তা অধিকারের বিভিন্ন আইনে ৮টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালামাল জব্দ করা হয়।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বুলবুল আহমদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাস জুড়ে খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানি, ফুটপাথে অবৈধ দোকান রোধে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করে সেনাবাহিনী ও পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।