BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৫
আজকের সর্বশেষ সবখবর

গুগল ডুডলে স্টেম শিক্ষায় নারীদের অবদান


মার্চ ১১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’ কাজী নজরুল ইসলামের এই অমর পঙক্তি শুধু কাব্যের সৌন্দর্য নয়, বরং সমাজের এক গভীর সত্যকে তুলে ধরে। মানব সভ্যতার অগ্রযাত্রায় নারী ও পুরুষ-উভয়ের অবদান অপরিসীম। আজ বিশ্ব নারী দিবস। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর ৮ মার্চ দিবসটি পালিত হয়। দিবসটিকে গুরুত্ব দিয়ে নারীদের প্রতি সম্মান জানাতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে।

এদিন গুগলের হোমপেজে প্রবেশ করতেই গুগলের রঙিন লোগোর পরিবর্তে চোখে পড়ছে কালো রঙের লোগো আর তার উপর পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞানের একাধিক আইকনের পাশাপাশি ডায়নোসরের অবয়ব ও নভোচারীকেও দেখা যায়। মূলত এই ডুডলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের (এসটিইএম) শিক্ষাগত ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের প্রতিনিধিত্ব করছে। দৃশ্যমান লোগোতে ক্লিক করলে ‘বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত (এসটিইএম) বিষয়ক ক্ষেত্রগুলোতে নারীদের অবদান’ অনুসন্ধানের ফলাফল প্রদর্শন করছে এই সার্চ ইঞ্জিনটি।

ইতিহাসের পাতায়, সমাজের বাস্তবতায় নারীরা অনেকসময় থেকেছেন উপেক্ষিত, বঞ্চিত। নারীর ক্ষমতায়ন, সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করা এখনো চ্যালেঞ্জ হয়ে আছে। স্টেম এমন একটি ক্ষেত্র যেখানে উল্লেখযোগ্য ব্যবধান এখনো রয়ে গেছে। বর্তমানে, বিশ্বব্যাপী স্টেম কর্মীদের মাত্র ২৯ শতাংশ নারী প্রতিনিধিত্ব করে।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা দিয়ে গুগল জানিয়েছে, এই ডুডল শিল্পকর্মটি মহাকাশ অনুসন্ধানে বিপ্লব ঘটানো, প্রাচীন আবিষ্কারগুলোর আবিষ্কাক, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান সম্পর্কে গবেষণার পথিকৃৎ নারীদের যুগান্তকারী অবদানকে তুলে ধরেছে।

গুগল প্রায়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস বা বিশেষ ব্যক্তির স্মরণে সৃজনশীল ডুডল প্রকাশ করে থাকে। এই ডুডলগুলো সাধারণত গুগলের লোগোকে সংশ্লিষ্ট দিবস বা ঘটনার থিম অনুযায়ী রূপান্তরিত করে তৈরি করা হয়, যা সার্চ বক্সের ওপর প্রদর্শিত হয় এবং দিনভর নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। গুগলের অত্যন্ত নান্দনিক ও অভিনব ডুডলগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ সহজেই আকর্ষণ করে থাকে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।