BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে খাসিয়াদের হামলায় বাংলাদেশী যুবক নিহত


মার্চ ৯, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভোর রাতে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর তিনি হামলার শিকার হন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহেদ মিয়া চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তারা শাহেদ মিয়াকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বিজিবি বিষয়টি বিএসএফকে জানালে, বিএসএফ নিহত ব্যক্তির ছবি বিজিবির কাছে পাঠায়।নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা ছবির মাধ্যমে শাহেদ মিয়ার পরিচয় নিশ্চিত করেন।

বিজিবি জানিয়েছে, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।