BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি।

শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিভূক্ত বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।

বিজিবি জানায়, শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাভূক্ত প্রতাপপুর, পান্থুমাই, সোনারহাট, বিছনাকান্দি, শ্রীপুর, ডিবিরহাওর, কালাসাদেক, পাথরকোয়ারি ও সোনালী চেলা বিওপির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এসময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্কিন সাইন ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, এনগেজ বডি স্প্রে, কমলা, চিনি, পান এবং গরু ও মহিষ জব্দ করে।

জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার ৭২ হাজার ৩৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।