বিডিসিলেট ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে নিখোঁজের এক দিন পর পূর্ণিমা রেলী (১১) নামে এক শিশুর গলাকাটা ও এক হাত বিচ্ছিন্ন মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শমসেরনগর চা-বাগানের ১১ নম্বর সেকশনে ক্যামেলিয়া লেকের পাশে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পূর্ণিমা রেলী শমসেরনগর চা-বাগানের ৬ নম্বর টিলার চা-শ্রমিক আপারাও রেলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুঁজতে ঘর থেকে বের হয় পূর্ণিমা। সন্ধ্যা হয়ে এলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সকালে শ্রমিকেরা চা-বাগানে কাজ করতে গিয়ে মেয়েটির মরদেহ দেখতে পান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ‘মেয়েটি গতকাল নিখোঁজ হলেও পরিবারের লোকজন কেউ থানায় জানাননি। তাঁরা পারিবারিকভাবেই মেয়েটিকে খোঁজাখুঁজি করছিলেন। সকালে মেয়েটির মরদেহ চা-বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেন। পরে আমরা মরদেহ উদ্ধার করি।’
এই পুলিশ কর্মকর্তা বলেন- ‘মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং হাতটি পাওয়া যাচ্ছে না। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’