BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভারতীয় গরুসহ আটক করল বিজিবি


ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ভারতীয় গরু, ফুসকা, চিনি ও সুপারি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে রাতে জেলার বিভিন্ন বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পন্য গুলো আটক করা হয়। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি জানায় বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, দোয়ারাবাজার উপজেলা সীমান্তের বাঁশতলা বিওপি জুমগাঁও নামক স্থান হতে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০লাখ টাকা। এছাড়াও তাহিরপুর উপজেলা সীমান্তের লাউরগড় যাদুকাটা নদী, চানঁপুরের বারেকটিলা, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ও জেলার মাটিরাবন এলাকার থেকে মালিকবিহীন অবস্থায় ফুসকা, সুপারি এবং চিনি আটক করা হয়।যার সিজার মূ্ল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।

এসব পন্যের আনুমানিক ১৫ লাখ টাকার বেশী।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ১৫ লাখ টাকা বেশী মালামাল জব্দ করা হয়।

আটককৃত মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।