BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু


ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন হত্যা মামলার এক আসামি। আবদুল হামিদ (২৮) নামের ওই আসামি সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আবদুল কাইয়ূমের ছেলে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর তার দাফন সম্পন্ন হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, সোমবার সকালে আবদুল হামিদ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বেলা ২টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

মো. সাখাওয়াত হোসেন জানান, আব্দুল হামিদ একটি হত্যা মামলার আসামি হিসেবে প্রায় এক বছর ধরে কারান্তরীণ ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।