BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ইয়াবাসহ নারী গ্রেফতার


ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : র‍্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের বাহুবল থানা এলাকা থেকে ৩৮০০ পিস ইয়াবাসহ জহুরা বেগম (২৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সদর কোম্পানী এবং সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে ৪ ফেব্রুয়ারি রাত ৩টায় বাহুবল থানাধীন লস্করপুর রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ জহুরা বেগমকে গ্রেফতার করেন।

জহুরা সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার শিলের ভাঙ্গা গ্রামের মোঃ রাজু আহম্মেদের স্ত্রী।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জহুরাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।