BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫২
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি


ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে গরু, কয়লা, ফুসকা, চিনি, মেহেদী ও মোটরসাইকেল।

তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলা সীমান্ত জনপদ থেকে এসব জব্দ করা হয় সোমবার রাতে। তবে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পণ্য পাচারকারীগন পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ওষুধ ও অন্যান্য মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির উর্ধ্বতন এ কর্মকর্তা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।