BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০৮
আজকের সর্বশেষ সবখবর

এবার মসজিদে হারামে তারাবি পড়াবেন যে ৭ ইমাম


ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৫ সালের ১ মার্চ থেকে। ইতোমধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের প্রস্তুতি। প্রস্তুতির অংশ হিসেবে মক্কার মসজিদে হারামে তারাবির নামাজের জন্য সাত জন ইমামের নাম ঘোষণা করা হয়েছে।

মসজিদের হারামের পরিচালনা পরিষদ কর্তৃক ঘোষিত ৭ ইমাম হলেন- শায়খ আবদুর রহমান আস সুদাইস, শায়খ মাহের আল মুয়াইকলি, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ বান্দর বালিলা, শায়খ ইয়াসির দওসারি, শায়খ বদর আল তুর্কি এবং শায়খ ওয়ালিদ আল শামসান।

মসজিদের জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, শিগগিরই তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

মক্কার মসজিদে হারামে তারাবির ইমামের নাম ঘোষণা করা হলেও এখনও মসজিদে নববির তারাবির ইমামদের নাম ঘোষণা করা হয়নি। তবে সুষ্ঠুভাবে তারাবি ও কিয়ামুল লাইল নামাজের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।