BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার


ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর ভারত সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে ২ ও ৩ ফেব্রুয়ারি পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক এসব অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ ও ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়। যার মূল্য ২ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা।

এরমধ্যে তেলিয়াপাড়া বিওপির টহল দল জেলার মাধবপুর উপজেলার ১৭নং চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানের চোরাকারবারিরা পালিয়ে গেলে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গুইবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার ডুলনা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা। বাল্লা বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৪/১৬-এস সংলগ্ন খোয়াই ফ্রন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় উদ্ধার হয় ৭ বোতল ভারতীয় মদ।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সবসময় দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।