বিডি সিলেট ডেস্ক:: সিলেট মহানগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেনের ভিতর একটি লাশ পাওয়া গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পথচারী ও স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে জালালাবাদ থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
সকাল ১০টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ধারনা- লাশটি একজন যুবকের।
লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।
এদিকে স্থানীয়দের বক্তব্য- সিলেট সিটি কর্পোরেশন ড্রেন নির্মাণ করে উপরের পকেটে স্লেভ দেয়নি। ফলে আশঙ্কা করা হচ্ছে- অসাবধানতাবশত এই যুবক ড্রেনে পড়ে প্রাণ হারিয়েছেন। যদি এমন হয় তবে এ মৃত্যুর ঘটনায় সিটি কর্পোরেশনের অবহেলাকেই দায়ী করছেন স্থানীয়রা।