BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:১০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুই বাসের ধাক্কায় আহত ২০


জানুয়ারি ৩১, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার দাঁড়িপাতন নামক স্থানে এ ঘটনা ঘটে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ঘন কুয়াশার কারণে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দুই বাসের ২০ যাত্রী। বাস দুটি আমাদের হেফাজতে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।