BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৯
আজকের সর্বশেষ সবখবর

যাদের মৃত্যুর সময় ফেরেশতা সান্ত্বনা দেবেনে


জানুয়ারি ২৯, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ডেস্ক : একজন মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব আল্লাহর ওপর ঈমান আনা এবং ঈমানের ওপর অটল থাকা। শত বাঁধা বিপত্তির মুখেও ঈমানকে আকড়ে ধরা।

মুমিন মানে বিশ্বাসী। তাওহিদ, রিসালাত ও আখেরাতে বিশ্বাসীকে মুমিন বলা হয়। মুমিনের পরিচয় বর্ণনায় মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছে। অতঃপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেনি। আর তাদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। প্রকৃতপক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ।’ (সূরা হুজরাত: ১৫)

যারা ঈমান আনবে, শত বাধা বিপত্তিতেও ঈমানের ওপর অটল থেকে নিজেদেরকে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করবে তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। ফেরেশতারা মৃত্যুর সময় তাদেরকে সান্ত্বনা দিয়ে বলবেন, তোমাদের পরম বন্ধু ও একান্ত সহযোগী।

এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে—

إِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْـمَلَآئِكَةُ أَلاَّ تَخَافُوْا، وَلَا تَحْزَنُوْا، وَأَبْشِرُوْ بِالْـجَنَّةِ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ، نَحْنُ أَوْلِيَآؤُكُمْ فِيْ الْـحَيَاةِ الدُّنْيَا وَفِيْ الْآخِرَةِ، وَلَكُمْ فِيْهَا مَا تَشْتَهِيْ أَنْفُسُـكُمْ، وَلَكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ، نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ

‘প্রকৃতপক্ষে যারা বলে, আমাদের প্রভু আল্লাহ। অতঃপর (তাদের স্বীকারোক্তির ওপর) তারা অবিচল থাকে তখন ফিরিশতারা তাদের কাছে (মৃত্যু ও পুনরুত্থানের সময়) নাজিল হয়ে বলবে: তোমরা ভয় পেয়ো না এবং চিন্তিতও হয়ো না। বরং তোমাদেরকে দুনিয়াতে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তা তোমরা পাবে বলে আনন্দিত হতে পারো।

আমরাই তোমাদের পরম বন্ধু ও একান্ত সহযোগী দুনিয়ার জীবনেও এবং আখিরাতের জীবনেও। জান্নাতে তোমাদের জন্য রয়েছে তখন যা কিছু তোমাদের মন চাবে তা এবং তাতে রয়েছে তা যার তোমরা ফরমায়েশ করবে। যা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ আপ্যায়ন। (সূরা হামীম আস সাজদাহ, আয়াত : ৩০-৩২)

ফেরেশতাগণ মুমিনদেরকে বলবে, তোমরা জান্নাতে মনে যা চাইবে তাই পাবে এবং যা দাবী করবে তাই সরবরাহ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।