বিডি সিলেট ডেস্ক::- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস থেকে শিব্বির আহমদ নামের অবৈধ এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। মঙ্গলবার ভোর ৬টার দিকে আইসের দুই সদস্য বাসায় ঢুকে তাকে গ্রেফতার করেন।
জানা যায়, বাংলাদেশী শিব্বির আহমদ গত ২০২২ সালের জানুয়ারি মাসে ব্রাজিল হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ ভাবে প্রবেশ করেন। আইসের সদস্যরা তাকে আইডি ও বৈধ ডকুমেন্টস দেখাতে বললে, তিনি সেগুলো দেখাতে রাজি হননি।
তবে, ওই বাসায় বসবাসরত আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, আইসের সঙ্গে দুইজন এনওয়াইপিডি পুলিশ অফিসারও ছিলেন। শিব্বিরকে প্রশ্ন করলে তিনি বলেন, সম্প্রীতি তিনি পলিটিক্যাল এসাইলাম কেস করেছেন এবং সেটা প্রক্রিয়াধীন। তার কোনো আইডি বা সোশ্যাল সিকিউরিটি কার্ড ছিল না। একটা সময় আইস কর্মর্কতাদের কেসের ডকুমেন্টস এবং প্রায় ২০ দিন আগে পাওয়া রিসিভ লেটার দেখালেও সেটি তারা আমলে নেননি। আইস সদস্যরা শিব্বির আহমদের সঙ্গে থাকা বাসার অন্যানদের বৈধ ডকুমেন্টস দেখতে চাইলে, তারা দেখলে শুধু তাকে গ্রেফতার করা হয়। শিব্বিরের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
এদিকে,ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানে এ পর্যন্ত ৭ হাজারের বেশি গ্রেফতার হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর এটিই সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইস।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপকহারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি ২১টি নির্বাহী আদেশ জারি করেছেন। শিকাগোতে পরিচালিত অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান। নিউইয়র্কেও শুরু হয়েছে অভিযান। নিউইয়র্কে সর্বশেষ ২০ জন গ্রেফতার হয়েছেন।