BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৫
আজকের সর্বশেষ সবখবর

টিকটকের মালিকানা কিনতে চায় মাইক্রোসফট: ট্রাম্প


জানুয়ারি ২৮, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের মালিকানা কিনে নিতে আলোচনা শুরু করেছে প্রযুক্তি খাতের বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফট।

এ বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টিকটক অধিগ্রহণের বিষয়ে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা দেখতে চান তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, টিকটক অধিগ্রহনের জন্য মাইক্রোসফট কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প হ্যা বলেছেন। ভিডিও শেয়ারিং ওই প্লাটফর্মটির অধিগ্রহন নিয়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানেরও আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি টিকটক কেনার বিষয়ে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা করছেন এবং অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আশা করছেন। এবার ফ্লোরিডায় রিপাবলিকানদের এক সমাবেশে ট্রাম্প বলেন, আমরা দেখব কী ঘটে। এটি কিনতে অনেকেই আগ্রহ দেখাচ্ছে। যদি আমরা ব্যবহারকারীদের এই প্ল্যাটফর্মটির কর্মসংস্থান রক্ষা করতে পারি এবং চীনের প্রভাবমুক্ত রাখতে পারি, তবে সেটি হবে সেরা ফলাফল।

টিকটকের মূল কোম্পানি চীনের বাইটড্যান্সকে। কোম্পানিটির মার্কিন অংশ বিক্রি করার জন্য ক্রমাগতভাবে চাপ তৈরি করছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এ বিষয়ে বাইটড্যান্সের ওপর চাপ দিয়েছিলেন। গত সপ্তাহে ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করার পর টিকটকের ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রে ওই অ্যাপটি বন্ধ করে দেয়ার ফলে প্রায় ১৭ কোটি আমেরিকান ব্যবহারকারীর জন্য টিকটক অফলাইনে চলে যায়।

এমন পরিস্থিতিতে টিকটকের ভবিষ্যৎ এবং এর মার্কিন কার্যক্রমের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দু।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।