BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ নিহত


জানুয়ারি ২৮, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেট-তামাবিল মহা সড়কের উমনপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের উমনপুর নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমান উরফে মরা ড্রাইভারের ছেলে দুলাল আহমেদ (৪৫)।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মটরসাইকেল যোগে হরিপুর হতে চিকনাগুল যাওয়ার পথে উমনপুর ট্রানিং এলাকায় দূর্ঘটনার কবলে পড়েন। তবে কিসের সাথে দূর্ঘটনাটি ঘটেছে তার কারন জানা যায়নি।

দুলাল আহমেদ কে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন ।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।