BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৩
আজকের সর্বশেষ সবখবর

মায়ের নামে মসজিদ বানালেন ডিপজল


জানুয়ারি ১৫, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। কাজের পাশাপাশি প্রায়ই অসহায় মানুষদের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় তাকে। এবার মা প্রয়াত হাজি জবেদা বেগমের নামে মসজিদ বানালেন ডিপজল।

জানা গেছে, গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন অভিনেতা। ২০২৩ সালে শুরু হয়েছিল এই মসজিদটির নির্মাণকাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন ডিপজল। মসজিদ নির্মাণ শেষে এখন মাদরাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, মাদরাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব নিজেই সামলাচ্ছেন অভিনেতা।

অন্যদিকে রাজধানীর গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হলো ‘পর্বত’ ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করছেন ডিপজল। বর্তমানে সেই বহুতল ভবনের কাজ চলমান রয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমা। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পর্দার দাপুটে এ অভিনেতা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।