রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা অজিত কুমার

307823 1736327377 - BD Sylhet News




বিনোদন ডেস্ক : দুবাইয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণী অভিনেতা অজিত কুমার। মূলত সেখানে একটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ১৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। কিন্তু অল্পের জন্য অজিত প্রাণে বাঁচলেও দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে চুরমার হয় তার গাড়ি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ অংশ নিয়েছেন অজিত। অভিনয়ের বাইরে রেসিংয়েও ভীষণ অনুরাগী তিনি। এবারই প্রথমবার রেসিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা। ফলে আগে থেকে রেসিংয়ের অনুশীলন চলছিল তার।

এ রেসিং প্রতিযোগিতার নিয়ম হচ্ছে ২৪ ঘণ্টা রিলে রেস। প্রতি চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। নিয়ম অনুযায়ী অজিত অনুশীলন করেছিলেন। কিন্তু অনুশীলন শেষ হওয়ার আগেই বিপুল বেগে চলা গাড়িটি পথের ধারে গিয়ে ধাক্কা মারে।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যায়, দ্রুতবেগে চলা গাড়িটি ধাক্কা মারে। পরে অভিনেতাকে তাৎক্ষণিক গাড়ি থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানান, গাড়ি ভাংচুর হলেও অজিত সুস্থ ও অক্ষত আছেন।

প্রসঙ্গত, অভিনয়ের বাইরে রেসিং ও মোটরসাইকেল চালানো প্যাশন অজিতের। এর আগে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে তাকে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD