BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাকে গুঁড়িয়ে রংপুরের অপরাজেয় যাত্রা চলছেই


জানুয়ারি ৭, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিপিএলে রংপুর রাইডার্সকে থামাবে কোন দল? ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স যখন একটা জয়ের জন্য মরিয়া চেষ্টা করছে তখন টানা পাঁচ ম্যাচে জয়ী রংপুর। এবারের বিপিএলের অপরাজিত দলকে তাই থামাবে কোন দল সে প্রশ্ন উঠতে পারে।

পঞ্চম জয়ের সর্বশেষটি আজ ঢাকার বিপক্ষে পেয়েছে রংপুর। প্রতিপক্ষকে ৭ উইকেটে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা।

জয়ের কাজটা অর্ধেক সেরে রেখেছিলেন রংপুরের বোলাররা। প্রতিপক্ষকে মাত্র ১১১ রানে অলআউট করে।

১১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের।

বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল ৫। দলীয় ১৭ রানে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফিরলেও দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলসের ব্যাট ঠিকই হেসেছে। যদিও ৬ রানের জন্য আজ ফিফটি পাননি সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান। ১৬২.৯৬ স্ট্রাইকরেটে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে ফিরে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দেন ইংল্যান্ডের সাবেক ওপেনার।

পরে ১৩ রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। ৪০ বল হাতে রেখে দলকে ৭ উইকেটের জয় এনে দেন দুজন। খুশদিলের ২৭ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার। রংপুরের বিপক্ষে দুই ম্যাচ খেলে দুটিতেই হার দেখল মালিক শাকিব খানের দল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।