BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৯
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা


জানুয়ারি ৭, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ১নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। পরে সচিবালয়ের সামনে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে ৯ দফা দাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন।

তারা সেখানে ৩০ মিনিট অবস্থানের পরে শিক্ষা ভবনের দিকে চলে যায়। এসময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যায়। শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বেলা ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী।

অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।