BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২


জানুয়ারি ৬, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেরট ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের সিচনি এলাকায় মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দরগাপাশা এলাকার রাজিন (২৬) ও দিরাইয়ের অজ্ঞাত অরেকজন (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দরগাপাশা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন মিয়া ও দিরাই উপজেলা আনোয়ারপুর গ্রামের অজ্ঞাতনামা এক যুবক মোটরসাইকেল চালিয়ে আক্তাপাড়া থেকে শান্তিগঞ্জ বাজারে যাচ্ছিলেন।সিচনি এলাকায় গেলে ডাবরঘাট থেকে দরগাপাশাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মোটরসাইকেলের।এতে ঘটনাস্থলে দুইজন মোটরসাইকেল আরোহী মারা যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।