BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯
আজকের সর্বশেষ সবখবর

সরকারি লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা কি জায়েজ?


জানুয়ারি ৫, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৩৩১০তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, সরকারি লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন: সরকারি লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা কি জায়েজ? আমরা শীতকালে সরকারী লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকি। এটি কি ঠিক?

উত্তর: ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। এই প্রশ্ন আমাদের না করলেও আপনি বুঝতে পারার কথা যে এটি হারাম। অন্যায় ভাবে কিংবা অবৈধভাবে কিছু ব্যবহার করা বা সম্পদ নষ্ট করা হারাম। ইসলাম অবৈধভাবে কিছু ব্যবহার করার বিষয়ে অনুমোদন দেয় না। এখন সেই সম্পদ যদি সরকারি সম্পদ হয় সেটা আরও বেশি হারাম। কারণ সরকারের সম্পদ ব্যক্তিমালিকানা নয়। এটি দেশের সমস্ত মানুষের সম্পদ। তাহলে এখানে আপনার দেশের সব মানুষের হক আদায় করতে হবে। তাই স্পষ্ট করে বলব, এটি হারাম। শুধু সরকারি নয় কারও অনুমতি ছাড়া যে কোনো মানুষের কিছু ব্যবহার করা হারাম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।