রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাজী কমর উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের আটগ্রাম স্টেশনের পূর্ব পাশে কাশেম কমিউনিটি সেন্টারের সামনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী কমর উদ্দিন উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইল গ্রামের ফুলেরদিঘীর মৃত ময়না মিয়ার ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।