BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫২
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের


জানুয়ারি ৪, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত- ইসমাইল হোসেন শাহীন (১৬) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য ট্রাক্টর দিয়ে মাটি ফেলার সময় উঁচু মাটির স্তূপ থেকে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে পড়ে শাহীন ঘটনাস্থলেই মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।