রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




সিলেটে দুই আ. লীগ নেতা গ্রেফতার

bwtw 1735988262 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন ও ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৩ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

এরআগে ৪ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ পৌর সদর এলাকা থেকে ফখরুল আহমদ মতছিনকে গ্রেফতার করে র‌্যাব-৯। পরে তিনি জামিন নিয়ে কারামুক্ত হলেও শুক্রবার বিকেলে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলায় তিন মাসের সাজা ও সাত লাখ টাকা অর্থদণ্ড রয়েছে।

এ দিকে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে জুম্মার নামাজের পর উপজেলার তাজপুর ইউনিয়নের উদরকোনা পালপাড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

জানা যায়, গ্রেফতার আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে হওয়া বেশ কয়েকটি মামলার আসামি আনা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল জানান, আনা মিয়ার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD