শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট




তাসকিনের ৭ উইকেটের নেপথ্যে মজার এক ঘটনা!

taskin 20250102183506 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন আহমেদ। ৪ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একাই বল হাতে ধসিয়ে দিয়েছেন এই বোলার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তাসকিনের কাছে জানতে চাওয়া হয় ৭ উইকেট পাবেন, সেটা ভেবেছিলেন কি না। জবাবে তাসকিন বললেন, ‘ভাবছি, আসলে না ভাবলে হতো না। হ্যাঁ, উইকেট একটু লাকেরও ফেভার হতে হয়। কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্ট্যান্ট। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া।’

‘আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের মেসেয়ার আনোয়ার বলছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা , ৮ উইকেটও তো হইতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুল্লিলাহ সো ফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। ভালো লাগতেছে।’

৮ উইকেটও হতে পারত কি না প্রশ্নে তাসকিন বললেন, ‘না আসলে লোভে যাই নাই। বেশি লোভে গেলে দেখা গেল হাফ ভলি হতে পারত। তখন বলছি একেকটা ওয়ান বোলারের টাইমে আমি ক্লিয়ার ছিলাম। সিচুয়েশন অনুযায়ী কী করা দরকার এবং সেটা করতে পারছি। ভালো লাগছে যে না যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছি, ব্রেক থ্রু এনে দিতে পারছি আলহামদুল্লিলাহ।’

এছাড়া নিজের অনুভূতি নিয়ে তাসকিন বলেন, ‘ভাইয়া আসলে- ফাইফার তো যে কোনো ফরম্যাটে অনেক স্পেশাল। কারণ অনেকবার তিন উইকেট, চার উইকেট পাইছি কিন্তু উইকেটের সঙ্গে লাকও লাগে পাঁচটা পাইতে। আলহামদুল্লিলাহ এটা আমার জন্য বড় পাওয়া। যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএলের হিস্টোরিতে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও , এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট।’

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD