শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে সেই রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ৩০০ সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১৫০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে




ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ, এটাই কি ইতিহাসের সেরা?

c1 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : হালের ক্রিকেটে সেরা ফিল্ডারদের তালিকায় উপরের দিকেই আছেন গ্লেন ম্যাক্সওয়েল। কেন তাকে সেরাদের কাতারে রাখা হয় তা আরো একবার প্রমাণ করলেন এই অজি। চলমান বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন তিনি।

ব্রিসবেনের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। প্রথম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন ডেন লরেন্স। ফুল লেংথের বলে লফটেড অন ড্রাইভে লং অনের ওপর দিয়ে হাঁকানোর চেষ্টা করেন উইল প্রেসটিজ। বল সীমানা দড়ির ওপারে চলে যায়, তবে বল শূন্যে থাকার সময়ই লাফ দিয়ে মাঠের বাইরে থেকে বল ভেতরে পাঠান ম্যাক্সওয়েল, এরপর সীমানার ভেতরে এসে সহজেই তালুবন্দি করেন।

খালি চোখে খানিকটা অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে দেখে পরিষ্কার বুঝা যায় আইসিসির নিয়মে এটা আউট। এটাকে ক্যাচ অব দ্য ইয়ার বলেছেন মাইকেল ভন। তার মতে, এমন ক্যাচ শুধু ম্যাক্সওয়েলকে দিয়েই সম্ভব! এমনকি তিনি এটাও বলেছেন যে, তার দেখা সেরা ক্যাচও এটি।

ভন বলেন, ‘এই মৌসুমে আমরা বেশ কিছু দুর্দান্ত ক্যাচ দেখেছি, কিন্তু এটা ক্যাচ অব দ্য ইয়ার। আমরা দেখলাম, ম্যাক্সওয়েল শূন্যে উড়ছে এবং ফিরে এসে এমন কিছু করল যা শুধু ম্যাক্সওয়েলই করতে পারে। আমি মনে করি, এর চেয়ে ভালো ক্যাচ আমি দেখিনি। অবিশ্বাস্য ক্যাচ!’

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে ব্রিসবেন। দলের হয়ে ৪৮ বলে অপরাজিত ৭৭ রান করেছেন ম্যাক্স ব্রায়ান্ট। তাছাড়া ২১ রান করেছেন পল ওয়াল্টার।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD