BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
আজকের সর্বশেষ সবখবর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ নিহত


জানুয়ারি ১, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভুলতা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুত গতিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই নিহত হন রাম দাস ও ইবাদুল্লাহ।

এ সময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়া বুধবার ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস পান করে ঢাকায় ফেরার পথে জেলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হৃদয়। আর গুরুতর আহত মুন্না ও শান্তকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

ভুলতা ফাঁড়ির এসআই বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রাইভেট কারচালক ও ট্রলিচালককে আটক করা হয়েছে। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।