BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১২
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সিলেটে মানববন্ধন


জানুয়ারি ২৪, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য ও তথ্য প্রকাশের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে যুবদল ও ছাত্রদল।

শনিবার সিলেটের দুই একটিভিস্টের বিরুদ্ধে শহীদ মিনারে মানববন্ধন করে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন ছাদিকুর রহমান ও সাবাজ মিয়া নামে দুই একটিভিস্ট বিভ্রান্তিকর তথ্য প্রচার ও লেখালেখি করে তারেক রহমানের সুনাম ক্ষুন্ন করছেন। তারা দীর্ঘদিন ধরে ফেসবুকে নানা মন্তব্য করছে। অবিলম্বে বিভ্রান্তিকর মন্তব্যকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, সিলেট মহানগর যুবদল নেতা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা হিরণ তালুকদার, গণ অধিকার পরিষদ নেতা সিদ্দিকুর রহমান, ছাতক পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিক আহমদ, আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য মিজানুর রহমান, লিডিং ইউনিভার্সিটির ছাত্র মারজান আহমদ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।