নিজস্ব প্রতিবেদক::- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের সাধারণ মানুষ চায় একটি অংশগ্রহণ মূলক ও গ্রহণ যোগ্য নির্বাচন। তারা বলছেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে ভোটের পরিবেশ হবে প্রাণবন্ত, আর গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
সিলেট শহর ও উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। সাধারণ ভোটারদের আশা, যেন কোনো সহিংসতা বা সংঘর্ষ ছাড়া নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন হয়।
সিলেট সদর উপজেলার বাসিন্দা আবদুল হান্নান বলেন, “আমরা চাই সবাই ভোটে অংশ গ্রহণ করুক। মানুষ যেন ভয়ভীতি মুক্ত ভাবে ভোট দিতে পারে—এটাই এখন আমাদের প্রত্যাশা।”
বিশ্বনাথ উপজেলার কলেজ ছাত্রী রুকাইয়া আক্তার বলেন, “একতরফা নির্বাচন নয়, আমরা চাই সব দলের প্রতিদ্বন্দ্বিতা মূলক ভোট। তাহলেই মানুষ নির্বাচনের প্রতি আগ্রহী হবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি।
তাদের মতে, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচনের মধ্য দিয়েই জনগণের আস্থা ফিরে আসবে, আর সেটিই হবে দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার মূল শক্তি।
