সিলেটসোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকরা পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স: মানবজমিন সম্পাদক


আগস্ট ৬, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বর্তমান সময়ে অনেক সাংবাদিক হামলার শিকার বলে মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

একই অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজও মবকে সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন।

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আমি ভীত, চিন্তিত। সাংবাদিকরা দৌঁড়ের উপরে আছেন। অনেক সাংবাদিক মামলার শিকার, অনেকে দেশ ছেড়েছেন। অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। সবাই বলছেন ১৬ বছরের কথা। ৫৪ বছরই তো একই অবস্থা দেখেছি। এখন বলা হচ্ছে সাংবাদিকতা মুক্ত। বাস্তবতা হল, পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স।’

নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য কমিশনে যে ঐকমত্য দেখানো হচ্ছে তা দুঃখজনক বলেও মন্তব্য করেন মতিউর রহমান চৌধুরী।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজও মবকে সাংবাদিকতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মব সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি হিসেবে উপস্থিত হয়েছে, এটা বিবেচনা করতে হবে। সরকার, মালিকপক্ষ এবং সম্পাদকের বাইরেও এরকম একটা শক্তি তৈরি হয়েছে, যে শক্তিটা সাংবাদিকতাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটা সবার ধর্তব্যে নেওয়া দরকার।’

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ‘এই যে প্রশ্ন করা হচ্ছে, এতোগুলো কমিশন করা হয়েছে কিন্তু কোন কাজ হচ্ছে না কেন-আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন না, কেন হচ্ছে না।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।