শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম ::
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায়? কুমড়ার বীজ অতিরিক্ত খেলে হতে পারে যেসব বিপদ মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প হবিগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ৫ সারাদেশে হামলা ভাঙচুরের যত ঘটনা একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল এ বয়সে আমি কি বেডসিন করব: বাপ্পারাজ কমলগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম ‘স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা’ ‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’ বিশ্বজুড়ে হইচই ফেলা ডিপসিক এবার বিধিনিষেধের কবলে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই: নুর

1730381576 29ae87945c5b840038b2a7ed5ebc9aee - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন আমরা একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবার সমতা থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ গরুর বাজার, সবজির বাজার, ট্রাকস্ট্যান্ড, অটোস্ট্যান্ড দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করেছে।আমরা আর সেটা দেখতে চাই না। তারা ১৫ বছর দেশটাকে তাদের দলীয় সম্পত্তি মনে করেছে। তারা ভেবেছে দেশে অন্য কারো থাকার অধিকার নেই।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বরগুনার আমতলীর নতুন বাজার চৌরাস্তায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমতলী উপজেলা আহ্বায়ক মো. সাইদুর রহমান ও বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জামাল সিকদার সৈকত প্রমুখ।

নুর আরো বলেন, ‘আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য দায়িত্ব নিন। বাংলাদেশে আর কোনো হামলা-মামলা থাকবে না। আমরা সকলে মিলেমিশে বসবাস করব।

তিনি বলেন, ‘পুরনোদের বাদ দিয়ে তারুণ্যকে হ্যাঁ বলুন। বাংলাদেশের মানুষ এখন তরুণদের দেখতে চায়। গণ অধিকার নতুন দল। আগামী দিন আমরা ৩০০ আসনে দলীয়ভাবে প্রার্থী দেব। এ জন্য দল করা লাগবে না প্রয়োজনে যারা এই দলের আদর্শ ও উদ্দেশ্য বিশ্বাস করবে এবং যারা স্থানীয়ভাবে ভালো এবং যার গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের মানুষ পছন্দ করে তাদের আমরা নমিনেশন দেব।

নুর আরো বলেন, ‘গণতন্ত্রের মূল্যবোধ এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গণ অধিকার দল তৈরি হয়েছে। দেশ এখন একটা অস্থির সময় অতিবাহিত করছে। এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে না পারি তাহলে আমাদের অর্জন ফিকে হয়ে যাবে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ঢাকার মিরপুরে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। সামরিক বাহিনী এবং শ্রমিকদের মধ্য সংঘর্ষ হয়েছে। প্রকৃত পক্ষে ওই শ্রমিকদের কারা উসকানি দিয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।’

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামরিক বাহিনী দেশের ক্রান্তিকালে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এতে আমাদের দেশের বিনিয়োগ কমে যাবে।’

শেয়ার করুন...














বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৫
Design & Developed BY Cloud Service BD