রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুকে বিভিন্নভাবে হত্যার হুমকিসহ দুটি মিথ্যা মামলা প্রত্যাহার করে দোষী ব্যক্তিদেরকে গ্রেপ্তারের দাবীতে সুনামগঞ্জে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শহরের ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার গ্রামের তাজ্জুদ আলী খানের ছেলে আওয়ামীলীগ নেতা চিনাকান্দি সীমান্ত এলাকার মোঃ ইয়াকুল ইসলাম মাদক ব্যবসার সাথে জড়িত। এক সময় তার নুন আনতে পানতা পুড়ালেও বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এলাকার কিছু গরীব ছেলেদের ব্যবহার করে রাতের আধাঁরে অবৈধভাবে সীমান্তের ওপাড়ে ভারতে পাঠিয়ে মরণ নাশক ইয়াবা ট্যাবলটে,বিদেশী মদ এবং মাঝে মাঝে আগ্নেয়াস্ত্র দেশের ভেতরে এনে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিয়ে অর্ধশত কোটির টাকার মালিক বনেছে। ইয়াকুল ইতিমধ্যে তার গ্রামের বাড়ি শিলডোয়ারে দুইকোটি টাকা দিয়ে একটি বিশাল বহুল বাড়ি নিমার্ণ করেছেন এবং ৫০ লাখ টাকা দিয়ে একটি বিলাশ বহুল গাড়ি খরিদ করেছেন। পাশাপাশি স্থানীয় ক্যাম্পের বাজারে স্বর্ণা ফার্মেসী খুলে এই ফার্মেসী ব্যবসার আড়ালে প্রতিরাতে ঐ সমস্ত যুবকদের কম মুজুরী দিয়ে সীমান্তের ওপাড়ে ভারতে পাঠিয়ে বিভিন্ন ভ্যান্ডের বিদেশী মদ ও ইয়াবার কারবার করেই যাচ্ছেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নিজেকে রক্ষায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।
মানববন্ধনে জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, একুশে টিভির প্রতিনিধি মোঃ আব্দুস সালাম,দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মোঃ বাবুল মিয়া, মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, বিজয় টিভির প্রতিনিধি আলাউর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি এনামূল কবীর মুন্না, সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, দৈনিক খবরের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান স্বপন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি গাজী আফজাল হোসেন, দৈনিক আই বার্তার প্রতিনিধি মোশাহিদ আহমদ, তাজুল ইসলাম তারেক, দৈনিক বর্তমানের প্রতিনিধি মাহফুজুর রহমান সজীব, নাগরিক টিভির জেলাপ্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, জাগরণি টিভির প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন, দৈনিক শ্যামল সিলেটের বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি শফিউল আলম, দৈনিক সুনামগঞ্জ সময়ের বিশেষ প্রতিনিধি মোঃ নুর আহমদ, একুশে টিভির ক্যামেরাপার্সন হৃদয় হোসেন প্রমুখ।