BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৭
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগের যেসব সাবেক মন্ত্রী ও নেতাদের ব্যাংক হিসাব জব্দ


অক্টোবর ১৭, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালানোর পর আওয়ামী লীগের একের পর এক প্রভাবশালী নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ। অনেককে একদিনে ২ লাখ টাকার বেশি উত্তোলন করতে দেওয়া হচ্ছে না।

এছাড়া প্রভাবশালী রাজনৈতিক নেতারা যে কোনো পরিমাণের টাকা উত্তোলন করতে সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ তালিকায় রয়েছেন- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং তাঁর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এছাড়া রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তাঁর স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু ‍মুনশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আজম। সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান, পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু। সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

সাবেক এমপি (কুমিল্লা-৮) অস্ট্রেলিয়া পলাতক আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন। কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা। সাবেক নাজমুল হাসান পাপন। কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও ফাহমী গোলন্দাজ বাবেল। শিল্পী মমতাজ বেগম। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। এমপি নাঈমুর রহমান দুর্জয়। ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর আহমেদ, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ।

এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, তার ছেলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।