শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সিলেটের বিয়ানীবাজার সীমান্ত হয়ে ফের দেশে প্রবেশের সময় বিজিবি’র হাতে আটক হয়েছেন এক যুবলীগ নেতা।
মুহাম্মদ আরাফাত হোসেন আলীফ নামের এ যুবক যশোর জেলার সরষা থানার বসতপুর এলাকার মৃত আবু হানিফের ছেলে। তিনি স্থানীয় যুবলীগ নেতা ও তার উপর কোনো মামলা নেই বলেও নিজেকে বিজিবি’র কাছে দাবি করেছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান (পিপিএম)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দালালের মাধ্যমে কাজের সন্ধানে চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন আরাফাত হোসেন আলীফ। অবৈধ অনুপ্রবেশের কারণে সেখানে থাকতে না পেরে বুধবার (১৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে দেশের ফিরে আসতে গেলে বিজিবি ৫২ ব্যাটালিয়নের নয়াগ্রাম বিওপির টহল জোয়ানরা তাকে আটক করে।
আটকের পর মামলাপূর্বক আরাফাতকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে বিজিবি।