রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে আগ্রহী তুরস্ক

image 295431 1728914737 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। সোমবার (১৪ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছে দেশটির প্রতিনিধি দল।

পরে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে দুই দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল তুরস্কের নির্বাচনী ব্যবস্থা এবং ইসি কর্মকর্তারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে দেখো যায় বাংলাদেশের সঙ্গে তুরস্কের নির্বাচনী ব্যবস্থার বেশির ভাগই মিল রয়েছে। যে মিল রয়েছে সেগুলো নিয়ে কথা বলেন তারা। তারা বলেন, ‘আমাদের রাজনৈতিক ভিত্তি আলাদা হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য তুরস্ক প্রস্তুত আছে।’

ইসির জনসংযোগ পরিচালক আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধি দল। তুরস্কে বাংলাদেশের মতোই আইন মেনে নির্বাচন কমিশন গঠন করা হয় বলে বৈঠকে জানিয়েছেন তারা।

দুই সদস্যের প্রতিনিধি দলের সদস্য তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের হেড অব ডিপার্টমেন্ট হাররু ওস্কান এবং ভোটার রেজিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল হাইরি বাইরাক নির্বাচন কমিশন সচিবের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। ইসি সচিব শফিউল আজিম, এনআইডি মহাপরিচালক, ইটিআই মহাপরিচালক, আইডিয়া–২ প্রকল্পের পরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD