রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




মাশরাফীর কাছে এবার পারফর্মের আশায় সিলেট

images 2 1 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : মাশরাফী বিন মোর্ত্তজাকে রেখে দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। দেশের ক্রিকেটের অন্যতম নাম মাশরাফী গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুব একটা আলো ছড়াতে পারেননি। তবে, এবার তাকে নিয়ে আশাবাদী সিলেট স্ট্রাইকার্সের স্বত্বাধিকারী মামুনুল হক।

বিপিএলের একাদশ আসরের নিলাম শেষে আজ সোমবার (১৪ অক্টোবর) দল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মামুনুল। এ সময় মাশরাফীকে নিয়ে কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, ‘মাশরাফী আমাদের দলে অনেক দিন ধরে আছে। তার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেভাবেই তাকে নিয়েছি। মাশরাফী অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত। গত বছর হয়তো সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু, আগের বছর সে ভালো করেছে। এবারও আশাকরি ভালো কিছু করবে।’

এ ছাড় দল নিয়ে মামুমুল হত যোগ করেন, ‘আমরা একটা ভারসাম্যপূর্ণ গড়ার চেষ্টা করেছি। যেভাবে আমাদের পরিকল্পনা ছিল, সেই অনুসারে আমরা একজন বাদে নিজেদের পছন্দ মতো দলই পেয়েছি। মাঠে তারা নিজেদের সেরাটা দেবে বলেই বিশ্বাস করি।’

সিলেট স্ট্রাইকার্সে দেশি ক্রিকেটারদের মধ্যে মাশরাফী ছাড়াও আছেন জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিবের মতো তরুণ নামগুলো। যারা জাতীয় দলে নিজেদের মেলে ধরছেন প্রায় নিয়মিতভাবে। বিদেশিদের মধ্যে রিচি টপলি ও পল স্টার্লিংয়ের মতো তারকাদের দলে ভিড়িয়েছে সিলেট।

সিলেট স্ট্রাইকার্স

দেশি খেলোয়াড় : জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফী বিন মোর্ত্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি খেলোয়াড় : পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শিনওয়ারি, রিচি টপলি।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD