মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান,সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহন থেকে ব্যাটারি-মটর খুলে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহিদ মিনারের সামনে সমাবেশে মিলিত হবে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, রিকশা -ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন এক বিবৃতিতে, আগামীকাল বৃহস্পতিবারের মিছিল ও সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।