মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকারে আমলেই ছাতকে হাজার হাজার কোটি টাকার ব্রীজ, কালর্ভাট, স্কুল, কলেজসহ গ্রামীন অবকামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের কষ্ট দুঃখ আওয়ামী লীগ উপলব্ধি করেছে।আজকে বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করে যচ্ছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কুরশী মোহাম্মদগঞ্জ বাজারে ছাতকের বৃহত্তর কুরশী এলাকাবাসীর আয়োজনে সিরাজগঞ্জ জিডি-মোহাম্মদগঞ্জ বাজার (সিরাজগঞ্জ-আলীগঞ্জ চে: ১ হাজার মিটার চে:২হাজার মিটার) প্রায় ২ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করেছে। ‘আমি আশা করি গত ১৪ বছরে বাংলাদেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, জনগণ সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দিবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।’ বিএনপি জামায়াত দীর্ঘদিন ক্ষমতায়ছিল কিন্তু এই এলাকায় এক চিমটি মাঠি ফেলার ক্ষমতা তাদের হয়নি। তিনি বাংলাদেশকে এই সময়ের মধ্যেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। এই সময়ে বাংলাদেশের অনেক উন্নয়নই হয়েছে। তবে যেসব উন্নয়ন দেশকে বদলে দিয়েছে বা দিচ্ছে সেই মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন আওয়ামী লীগের সফলতার স্বাক্ষর বহন করছে। এই প্রকল্পগুলো বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে।
যুক্তরাজ্য কমিউনিটি আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসাইন, দোলারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া, সুনামগঞ্জ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট শংকর দেব, দক্ষিণ কুর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সুরুজ আলম জয়নাল।
এসময় বক্তব্য রাখেন-দোলারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজ, ৩নং ওয়ার্ডের মেম্বার শায়েক আহমদ, দোলার বাজার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলী, শিক্ষক মঈনুল ইসলাম সরকার, সাবেক মেম্বার হায়দার আলী রাজু প্রমুখ।